জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত হয়ে পড়েছে ফ্রান্স। শনিবার প্যারিসে টিয়ার গ্যাস ও জলকামান ছুঁড়ে এক সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বিবিসি জানায়, দুই সপ্তাহ ধরে শহরের একাধিক স্থানে সমাবেশ করে আসছিলেন বিক্ষোভাকারীরা। শনিবার প্যারিসের কেন্দ্রে চ্যাম্পস-ইজি এলাকায় প্রধানমন্ত্রী অফিসসহ একাধিক স্পর্শকাতর স্থাপনার দিকে পুলিশি প্রহরা ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যেতে চাইলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে ১৭ নভেম্বরেও দুই হাজারেও বেশি স্থানে প্রতিবাদ সমাবেশ করে দুই লাখ ৮০ হাজার মানুষ। হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা এসব সমাবেশে অংশগ্রহণ করে।
পুলিশ জানাচ্ছে, কয়েক হাজার বিক্ষোভকারী চ্যাম্পস-ইজি এলাকায় জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা প্রেসিডেন্ট অফিসের নিকটে পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেললে সংঘর্ষের সূত্রপাত সৃষ্টি হয়।
তবে কর্তৃপক্ষ জানাচ্ছে, বিক্ষোভকারীরা সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে সক্ষম হয়নি। এর আগেই পুলিশ তাদের আটকে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা পুলিশের দিকে আতশবাজি ছুঁড়ে মারছে। তারা এসময় প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
প্রসঙ্গত, ফ্রান্সে মোটর গাড়ির জ্বালানি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজেল। গত ১২ মাসে এ জ্বালানির দাম বৃদ্ধি পায় ২৩ শতাংশ। ২০০০ সালের পরে এটিই দেশটির জ্বালানি তেলের সর্বোচ্চ দাম বৃদ্ধির ঘটনা।