বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সেরি আর বর্ষসেরা আর্জেন্টিনার ইকার্দি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ পিএম

ইতালির শীর্ষ লিগ সেরি আর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইন্টার মিলানের মাউরো ইকার্দি। ২০১১ সালের পর ইউভেন্তুসের বাইরে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

২০১১ সালে এসি মিলানের খেলোয়াড় হিসেবে সেরি আর বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এরপর প্রত্যেকবারই পুরস্কারটি ওঠেছে ইউভেন্তুসের কোনো খেলোয়াড়ের হাতে। এই ধারায় ছেদ ঘটালেন ইকার্দি।

সবশেষ মৌসুমে ইকার্দির পারফরম্যান্স ছিল অসাধারণ। ৩৭ গোল করে লাৎসিওর স্ট্রাইকার চিরো ইম্মোবাইলের সঙ্গে যৌথভাবে সেরি আর সর্বোচ্চ গোলদাতা ছিলেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের যোগ্যতা অর্জনেও বড় ভূমিকা ছিল তার।

চলতি মৌসুমেও ছন্দে আছেন ইকার্দি। লিগে এরই মধ্যে ১১ ম্যাচে করেছেন আট গোল।

সেরি আয় এবার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ইউভেন্তুসের মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। চতুর্থবারের মতো পুরস্কারটি জিতলেন ইতালির ৫১ বছর বয়সী এই কোচ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত