মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ত্রিশ লাখ ডলারে বিক্রি হলো আইনস্টাইনের ‘গড লেটার’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:৩৯ পিএম

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ ডলারে। ধর্মের অসারতা নিয়ে লেখা চিঠিটি ‘গড লেটার’ নামে পরিচিত।  

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, চিঠিটি ১৫ লাখ ডলারে বিক্রি হতে পারে বলে আশা করেছিল নিউইয়র্কের এক নিলাম প্রতিষ্ঠান। কিন্তু সর্বশেষ মুল্য গিয়ে ঠেকে ৩০ লাখ ডলারে।

ইহুদি দার্শনিক এরিক গুটকাইন্ডকে তার একটি কাজের জবাব হিসেবে ১৯৫৪ সালে ৭৪ বছর বয়সে নোবেল বিজয়ী আইনস্টাইন দেড় পৃষ্টার চিঠিটি লিখেন। এতে ধর্ম ও বিজ্ঞান নিয়ে একটি বিতর্ক অবতারণা করেন। বিজ্ঞানচর্চার পাশাপাশি আইনস্টাইনের দার্শনিক চিন্তার জন্য চিঠিটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এতে তিনি লিখেন, “গড’ শব্দটি আমার কাছে শুধু মাত্র একটি ধারণা ছাড়া কিছু নয় এবং এটি মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ। বাইবেল অবশ্যই একটি সম্মানজনক গ্রন্থ কিন্তু এটি আদিম চিন্তার এবং এর কিংবদন্তি চরিত্রসমূহকে মনে হয় ‘শিশুসুলভ’।”

এ চিঠির মাধ্যমে আইনস্টাইনকে ‘ধর্মবিদ্বেষী’ ও ‘নাস্তিক’ হিসেবে প্রমাণ করতে চান অনেকেই। তবে ঈশ্বর ও ধর্ম বিশ্বাস সম্পর্কিত তার অন্যান্য লেখায় এমনটা দেখা যায় না বলেও অনেকের মত।   

চিঠিতে আইনস্টাইন ইহুদি ধর্ম নিয়েও মত দেন। তার মতে, “ইহুদি পরিচয়ও অন্যান্য ধর্মের চেয়েও ভিন্ন কিছু নয়। এটিও আদিম দেবতার প্রতি কুসংস্কারপূর্ণ বিশ্বাস।” 

তিনি বলেন, “একজন ইহুদি হিসেবে আমি গর্বিত। কিন্তু ইহুদিদের আলাদা মর্যাদা আছে বলে মনে করি না, এটি অন্যান্য ধর্মের মানুষের মতই একই।”

এর আগেও আইনস্টাইনের চিঠি নিলামে বিক্রি হয়েছিল। ২০১৭ সালে একটি চিঠি বিক্রি হয় ৬ হাজার ১শ’ ডলারে। চিঠিটি লিখেছিলেন ইতালির রসায়নের এক শিক্ষার্থীকে। ওই শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিল। 

একই বছরে আইনস্টাইনের আরও কিছু চিঠি বিক্রি হয়। এর মধ্যে ছিল তার বিখ্যাত ‘থিওরি অব রিলেটিভিটি’র তৃতীয় ধাপের কিছু চিন্তা নিয়ে ১৯১৮ সালে করা একটি খসড়া। এটি বিক্রি হয় ১ লাখ ৩ হাজার ডলারে।

এছাড়া সুখী জীবনের উপদেশ সম্পর্কিত তার আরেকটি চিরকুট জেরুজালেমে বিক্রি হয় ১০ লাখ ৫৬ হাজার ডলারে। এক জাপানি বার্তাবাহককে চিরকুটটি দিয়েছিলেন বখশিস হিসেবে। তাতে আইনস্টাইন লেখেন, “নিরন্তর অশান্তির মধ্য দিয়ে সফল জীবনের সাধনার চেয়ে শান্ত ও ভদ্র জীবন বেশি আনন্দ বয়ে আনে।”  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত