এবারের ব্যালন ডি’অর পুরস্কার ক্রিস্তিয়ানো রোনালদোরই প্রাপ্য ছিল বলে মনে করেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। তার মতে, বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিততে না পারা পর্তুগিজ এই ফরোয়ার্ডকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে।
রোনালদো ও লিওনেল মেসির এক দশকের আধিপত্যে ছেদ ঘটিয়ে এবারের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ক্লাব ও জাতীয় দলের দারুণ একটি বছর কাটিয়েছেন এই মিডফিল্ডার। টানা তৃতীয়বারের মতো রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অবদান রাখার পাশাপাশি ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
বছরটি দারুণ কেটেছে রোনালদোরও। ইউভেন্তুসে নাম লেখানোর আগে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখেন আগের দুই বছর ব্যালন ডি’অর জেতা এই খেলোয়াড়।
আল্লেগ্রির মতে, ৩৩ বছর বয়সী রোনালদো রেকর্ড ষষ্ঠবারের মতো এই পুরস্কার জয়ের যোগ্য ছিলেন।
“আমি মনে করি, রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সে যা করেছে তাতে তার ব্যালন ডি’অর জয় প্রাপ্য ছিল।”
পর্তুগালের হয়ে রাশিয়া বিশ্বকাপেও রোনালদোর পারফরম্যান্স অসাধারণ ছিল বলে মনে করেন ইউভেন্তুস কোচ- “বিশ্বকাপে সত্যিকার অর্থে পর্তুগাল পরের কোনো রাউন্ডেই যেতে পারত না। এরপরও দলটাকে সে শেষ ষোলোয় নিয়ে গেছে। আমি বোঝাতে চাচ্ছি, সে এটা (ব্যালন ডি’অর) জয়ের প্রাপ্য ছিল।”
“তবে আমি মনে করি, এই না পাওয়া চলতি মৌসুমে আর ভালো করতে এবং পরের মৌসুমে ইউভেন্তুসের হয়ে ব্যালন ডি’অর জিততে তার জন্য অনুপ্রেরণা হতে পারে।”
ইউভেন্তুসের হয়ে শুরুটা ভালো করতে না পারলেও ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন রোনালদো। জুলাইয়ে ক্লাবটিতে আসার পর এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১১টি গোল করেছেন তিনি।