পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে দলীয় প্রার্থীকে জয়ী করতে একত্রে কাজ করার আহ্বান জানান পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আবারও শেখ হাসিনার সরকার দরকার।
তিনি সব বিভেদ ভুলে নৌকার বিজয়ের জন্য একত্রে কাজ করার আহ্বান জানান।
মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মহিপুর ইউপির চেয়ারম্যান সালাম আকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন। সভায় মহিপুর ইউনিয়ন ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।