দারুণ পারফরম্যান্সে প্রস্তুতি সারলেন তামিম ইকবাল। ঝড়ো ব্যাটিংয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরি। আগুন ঝরলো সৌম্য সরকারের ব্যাটেও। দুই শতকে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বিসিবি একাদশ।
বৃহস্পতিবার সাভারে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচটিতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে অতিথি দলকে ৫১ রানে হারায় বিসিবি একাদশ।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩১ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪১ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১৪। আলোকস্বল্পতায় থেমে যায় খেলা। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নির্ধারিত হয় ফল।
টসে জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০১ রানের জুটি গড়ে দলকে দারুণ শুরু এনে দেন কাইরন পাওয়েল-শাই হোপ। ৪৩ রান করা পাওয়েলকে বিদায় করে এই জুটিতে ফাটল ধরান নাজমুল ইসলাম অপু।
দলীয় ১৫৯ রানে নাজমুলের বলেই উইকেট ছাড়া হন ৮৪ বলে ছয় চার ও এক ছক্কায় ৮১ রান করা অপর ওপেনার হোপ।
বিসিবি একাদশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাত নম্বরে নামা রোস্টন চেইস ও আট নম্বরে নামা ফ্যাবিয়ান অ্যালেন। ৫১ বলে ছয় চার ও এক ছক্কায় ৬৫ রান করেন চেইস। ৩২ বলে আট চার ও এক ছক্কায় ৪৮ রান করেন অ্যালেন। অন্যদের মধ্যে ড্যারেন ব্রাভো ২৪ ও শিমরন হেটমায়ার ৩৩ রান করেন।
বলহাতে প্রস্তুতিটা ভালোই সেড়েছেন মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও নাজমুল। আট ওভারে ৩৭ রানে এক উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি।
১০ ওভারে ৫৫ রানে দুই উইকেট নিয়েছেন রুবেল। ১০ ওভারে ৬১ রানে দুই উইকেট নিয়েছে নাজমুল। এছাড়া মেহেদী হাসান রানা নিয়েছেন দুই উইকেট। একটি উইকেট নিয়েছেন শামিম পাটোয়ারি।
জবাবে তামিম ও ইমরুল কায়েসের জুটিতে দারুণ শুরু পায় বিসিবি একাদশ। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ৫৪ বলে আসে ৮১ রান। ওপেনিং জুটির লাগাম টানেন চেইস। তার বলে হেটমায়ারের তালুবন্দি হন ২৫ বলে পাঁচ চারে ২৭ রান করা ইমরুল।
দমেননি দীর্ঘ সময়ের চোট কাটিয়ে খেলায় ফেরা তামিম। তার অসাধারণ ব্যাটিংয়ে জয়ের ভীত পেয়ে যায় বিসিবি একাদশ।
দলীয় ১৯৫ রানে থামে তামিমের ব্যাট। চেইসের বলে স্টাম্পট হন। এর আগে ৭৩ বলে ১০৭ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তার ইনিংসটিতে রয়েছে ১৩টি চার ও চারটি ছক্কার মার। উইকেট ছাড়ার আগে তিন নম্বরে নামা সৌম্যর সঙ্গে গড়েন ১১৪ রানের জুটি।
ভালো করেই জ্বললো সৌম্যর ব্যাট। তামিমকেই যেন অনুসরণ করলেন তিনি। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মোহাম্মদ মিথুন। তৃতীয় উইকেটের এই জুটি থেকে আসে মাত্র ৭ রান। থিতু হয়ে ফেরেন আরিফুল হক। সৌম্যর সঙ্গে ৩১ রানের জুটি গড়ে ফিরেন পাঁচে নামা এই ব্যাটার। দুই অংক স্পর্শ করার আগেই ফিরেন পাটোয়ারি।
উইকেটের একপ্রান্ত দৃঢ়তার সঙ্গে আগলে রাখেন সৌম্য। সপ্তম উইকেটে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ৪৯ রানের জুটি। এই জুটিতেই নিশ্চিত হয় বিসিবি একাদশের জয়।
৮৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন সৌম্য। তার টি-টোয়েন্টি গড়ানার ইনিংসটিতে রয়েছে সাত চার ও ছয় ছক্কা। ১৮ বলে দুই চার ও এক ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন চেইস ও দেবেন্দ্র বিশু। একটি উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১১ ডিসেম্বর হয়ে দ্বিতীয় ওয়ানডে। ১৪ ডিসেম্বর সিলেটে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩১/৮ (কাইরন পাওয়েল ৪৩, হোপ ৮১, ব্রাভো ২৪, স্যামুয়েলস ৫, হেটমায়ার ৩৩, রভম্যান পাওয়েল ০, চেইস ৬৫*, অ্যালেন ৪৮, পল ২, আমব্রিস ১০*; রুবেল ২/৫৫, মাশরাফি ১/৩৭, রানা ২/৬৫, শাহিন ০/১৮, সৌম্য ০/৭২, নাজমুল ২/৬১, শামিম ১/১৬)
বিসিবি একাদশ: ৪১ ওভারে ৩১৪/৬ (তামিম ১০৭, ইমরুল ২৭, সৌম্য ১০৩*, মিথুন ৫, আরিফুল ২১, তৌহিদ ০, শামিম ৯, মাশরাফি ২২*; রোচ ০/৪৯, টমাস ১/৫৭, চেইস ২/৫৭, পল ০/৪২, বিশু ২/৮১, অ্যালেন ১/১৯)
ফল: বিসিবি একাদশ ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫১ রানে জয়ী