মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

শতভাগ আরোগ্য মিলবে ক্যানসারে!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯ পিএম

শতভাগ ক্যানসার নিরাময়ের চিকিৎসা আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইসরায়েলের একটি বায়োটেক কোম্পানি। ২০২০ সালের মধ্যেই ক্যানসার থেকে শতভাগ আরোগ্য লাভের চিকিৎসা তারা আবিষ্কার করতে পারবেন বলে দাবি করেছে।

বিশ্বে বর্তমানে ক্যানসার নিরাময়ে শতভাগ আরোগ্য লাভের কোনো নিশ্চয়তা দেওয়া হয় না। ইসরায়েলের বায়োটেক কোম্পানি একসিলারেটেড ইভোলিউশন বায়োটেকনোলজিস লিমিটেড (এইবিআই) বলছে, তাদের উদ্ভাবিত পদ্ধতিতে ক্যানসার রোগের শতভাগ নিরাময় সম্ভব হবে।

এইবিআই জানিয়েছে- এই পদ্ধতি কেবল ক্যানসার আক্রান্ত হওয়ার পরেই চিকিৎসা শুরু করা যাবে। কয়েক সপ্তাহ ধরে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এর পার্শ্বপ্রতিক্রিয়াও হবে অত্যন্ত কম। এইবিআই বলছে, তাদের উদ্ভাবিত নতুন পদ্ধতির নাম হবে মুটাটো। এটি মূলত ‘মাল্টি-টার্গেট টক্সিন’-এর সংক্ষিপ্ত রূপ।

বায়োটেক কোম্পানিটির দাবি, তাদের পরীক্ষা সফল হয়েছে। এবার এই পদ্ধতির জন্য উপযুক্ত ওষুধ তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছরেই নতুন ওষুধ বাজারে আনার পরিকল্পনা আছে তাদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত