বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ‘ডার্টি পিকচার’খ্যাত এ অভিনেত্রী সম্প্রতি অংশ নিয়েছিলেন হট ফটোশুটে। তারপর নিজের উষ্ণ ছবি দেখে নিজেই হতবাক হয়ে যান। শুধু তাই নয়, সেই হতবাক হওয়ার ঘটনা ধারণ করে রাখলেন ভিডিওতেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
জানা যায়, বিদ্যা বালান নতুন ফটোশুটে হাজির হন নতুন হেয়ার স্টাইল আর বোল্ড পোশাকে। বিদ্যার চল্লিশতম জন্মদিন উপলক্ষে চিত্রগ্রাহক ডাব্বু রতনানি তার ফটোশুট করেছেন। এরপর নিজের বোল্ড লুক দেখে নিজেই বিস্ময় প্রকাশ করেন।
উল্লেখ্য বিদ্যা বালান বর্তমানে এনটি রামারাওয়ের বায়োপিকে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, বিখ্যাত গণিতজ্ঞ শকুন্তলা দেবীর বায়োপিকেও কাজ করতে পারেন বিদ্যা।