মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

চলেই যেতে হলো চবি শিক্ষার্থী নুসরাতকে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৩ পিএম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১২ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত চৌধুরী নিশাত।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুসরাত।

নিহত নুসরাত খৈয়াছড়া গ্রামের মৃত কবির চৌধুরীর মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের (সম্মান) ২০১২-২০১৩ সেশনের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার একটি কন্যা সন্তানও রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানান, গত ২১ জানুয়ারি সোমবার সকালে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে আসার সময় চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন নুসরাত।

‘সে মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যায়। তাকে অস্ত্রোপচার শেষে প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হলেও  পরে চমেক হাসপাতালে নুসরাতকে দুদিন আগে স্থানান্তর করা হয়। ’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত