খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, নগরের জলাবদ্ধতার মূল কারণ খাল দখল ও খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মহানগরের ২২টি খাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তালুকদার আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী দেশের সব নদী ও খাল দখলমুক্ত করার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনার আলোকে মহানগরের খালসমূহ দখলমুক্ত করা হবে। মেয়র বলেন, দখলের ফলে পানিদূষণসহ খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। যৌথ জরিপের মাধ্যমে শিগগিরই অবৈধ দখলদার উচ্ছেদে কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল উদ্দিন, কেএমপির উপকমিশনার এহসান শাহ, জোনাল সেটেলমেন্ট অফিসার খোন্দকার আজিম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাজমুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।