দিনাজপুরের হিলি সীমান্তের বাসুদেবপুর কোম্পানি সদর ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
জয়পুরহাট থেকে সড়কপথে দিনাজপুরের ফুলবাড়ী যাওয়ার পথে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তাকে বিজিবি রংপুর জোনের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন ভূঁইয়া ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক শুভেচ্ছা জানান।
পরে তিনি বাসুদেবপুর ক্যাম্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সৈনিকদের সঙ্গে কুশলবিনিময় করেন। এরপর বিজিবির মহাপরিচালক সৈনিকদের প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম দেখেন এবং ভালো কাজের জন্য পাঁচজন সৈনিককে পুরস্কৃত করেন। বেলা পৌনে ১১টায় তিনি ফুলবাড়ীর উদ্দেশে বাসুদেবপুর ক্যাম্প ত্যাগ করেন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেন।