মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বসের ব্যবহারে ক্ষোভ, গুলি করলেন সহকর্মীদের!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৬ এএম

ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ক্ষোভে সহকর্মীদের ওপর গুলি ছুড়লেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। সোমবার দেশটির রাজস্থানে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, সোমবার রাতে রাগের বশবর্তী হয়ে হঠাৎ সহকর্মীদের দিকে গুলি ছুড়তে থাকেন কনস্টেবল বিমল কুমার।

এঘটনায় দুই বিএসএফ কনস্টেবল গুরুতর আহত হন। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যবহারে অপদস্থ হওয়া বিমল কুমার তার ক্ষোভ মেটান সহকর্মীদের ওপর।

নিজের সার্ভিস রিভলবার থেকেই তিনি গুলি করেছেন বলে জানা গেছে। আচমকা ঘটে যাওয়ায় তাকে প্রতিহত করার সময়ই পাননি সহকর্মীরা।

এদিকে বিমল কুমারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত