শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

নাটোরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬ পিএম

জেলার সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিওন হোসেনকে গতকাল বুধবার কুপিয়ে জখম করা হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নিওনের ভাই সজল হোসেন নান্টু ও স্থানীয়রা জানান, বুধবার সকালে অ্যাডভোকেট নিওন মোটরসাইকেলে তার কর্মস্থল নাটোর জজকোর্টে যাচ্ছিলেন। পথে দিঘাপতিয়া বাজারের পার্শ্বরাস্তায় তার গতিরোধ করে সজীব নামের এক যুবক তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। নিওনের আর্তচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা নিওন ভাতুরিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে। হামলাকারী সজীব একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং ওই গ্রামের ভ্যানচালক সাহাবুদ্দিন হত্যা মামলার আসামি।

নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে গতকাল বিকেল পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত