শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রথমবার একসঙ্গে বাপ্পা মজুমদার-সুস্মিতা আনিস

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৭ পিএম

গানের জগতে দুজনেই পরিচিত নাম। তবে আগে কখনো তারা এক সঙ্গে কাজ করেননি। এবারই প্রথম তারা একসঙ্গে গান নিয়ে হাজির হলেন। তাও আবার ভালোবাসা দিবসে। বলছিলাম বাপ্পা মজুমদার ও সুস্মিতা আনিসের কথা। 'মেঘের চিঠি' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন 'শাহান কবন্ধ' এবং সুর করেছেন বাপ্পা মজুমদার নিজেই।

image

সুস্মিতা আনিস এই গানটির জন্য নিজেকে তৈরি করেছেন বহুদিন ধরে। বাপ্পা মজুমদার এই ক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করেন বলে জানান সুস্মিতা। তাকে সঠিক দিক নির্দেশনা এবং মানসিকভাবে যথেষ্ট সাহায্যও করেছেন বাপ্পা।

সুস্মিতা আনিস বলেন “অনেক ভালো একটি গান হয়েছে। আমার শ্রোতারা শুনলে হতাশ হবেন না এইটুকু বলতে পারি। মানুষ গান শুনলে আমাদের শ্রম সার্থক হবে।”

image

'মেঘের চিঠি ' গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন তানভীর খান। গানের ভিডিওতেও মডেল হয়েছেন বাপ্পা-সুস্মিতা। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এই ভিডিও’র শুটিং হয়েছে। ৮ ফেব্রুয়ারি গানটি সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

ছবি: নূর

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত