বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান : প্রতিমন্ত্রী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের মাঝারি প্রতিষ্ঠানগুলো আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রবিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশের স্থল ও জলভাগের গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মিড লেভেল (মাঝারি) প্রতিষ্ঠানগুলো বেশ আগ্রহ দেখাচ্ছে। আমরা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। বিদ্যুৎ ও জ্বালানি খাত ছাড়াও সাইবার নিরাপত্তা, পোশাক শিল্প, আঞ্চলিক-উপ-আঞ্চলিক কানেক্টিভিটি নিয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়ার গ্যাজপ্রম গ্যাসকূপ খননে নতুন করে আগ্রহ দেখাচ্ছে।’ মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সহযোগী হতে চায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত