ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় দুই গৃহকর্মীর নামে মামলা দায়ের হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নিহতের পরিবারের পক্ষ থেকে নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
নিহত মাহফুজা চৌধুরীর স্বামী ও মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা বাদী হয়ে পলাতক দুই গৃহকর্মী- রেশমা (৩৪) ও স্বপ্নাকে (৩৫) আসামি করে মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে (৬০) হত্যা করা হয়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর রোডের সুকন্যা টাওয়ারের ১৭তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করে নিউমার্কেট থানা পুলিশ। ঘটনার পর থেকে নিহতের বাসার দুই গৃহকর্মী নিখোঁজ রয়েছে।