যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডে অংশ নেন বাংলাদেশের দুই গায়ক হাবিব ওয়াহিদ ও তাহসান রহমান খান। সেখানে তাদের সঙ্গে দেখা যায় ভারতীয় সংগীত ব্যক্তিত্ব এ আর রহমানের। আর বিশ্বখ্যাত ব্যক্তির সঙ্গে ছবি তুলতে ভুললেন না তারা।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতেই দুই গায়কের ভক্তরা ভাইরাল করেছেন।
তাহসান নিজের ছবির ক্যাপশনে লেখেন, ‘ফ্যান বয় মোমেন্ট’। অন্যদিকে হাবিব লিখেছেন ‘গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে আসা সার্থক!’
দুই তারকাশিল্পী জানান, গ্র্যামি অনুষ্ঠান শেষে ভেন্যুর লবিতে দেখা হয় এ আর রহমানের সঙ্গে। ওই সময় তারা সেলফি তোলেন।
অস্কারজয়ী সংগীত পরিচালকের স্টুডিওতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন হাবিব ও তাহসান।
মূলত সংগীত বিপনন প্রতিষ্ঠান কাইনেটিক মিউজিকের আমন্ত্রণে গ্র্যামির আসর হাজির হয়েছেন হাবিব ও তাহসান। ‘দিন গেল’ গায়ক প্রথমবার এ অনুষ্ঠানে গেলেন। তবে দুই বছর আগে একই প্রতিষ্ঠানের আমন্ত্রণের বিশ্ব সংগীতের এ আসরে যান ‘ঈর্ষা’ গায়ক।
গ্র্যামির আসরে নিয়মিতই আলো ছড়ান এ আর রহমান। তিনি দুই গ্র্যামি জিতেছেন। এ ছাড়া রহমানের ঝুলিতে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা, একটি গোল্ডেন গ্লোব ও ছয়টি ভারতীয় জাতীয় পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি।