দুর্দশা এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে জেঁকে ধরেছে লিগের শুরু থেকেই। এক সময়ের পরাশক্তিরা অবশ্য ফুটবলে নখদন্তহীন হয়ে পড়েছে অনেক দিন আগেই। এবারের লিগে শুরুর করুণ চিত্রটা তাই অবাক করা কিছু নয়। নিজেদের প্রথম ৫ ম্যাচের চারটিতেই হারল দলটি। তাও প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচেই ন্যূনতম পয়েন্টটাও পেলে না সাদাকালোরা।
বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলে হেরেছে মোহামেডান। সাইফ স্পোর্টিং তুলে নিয়েছে লিগে নিজেদের চতুর্থ জয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে দেনিস বলশেকভ গোলে লিড পায় সাইফ স্পোর্টিং। বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে ব্যবধান ২-০ করেন আরেক বিদেশি দেইনের করদোবা। ৬৭ মিনিটে আমির হাকিম বাপ্পির গোলে ব্যবধান কমায় (২-১) মোহামেডান। তবে হার এড়াতে পারেনি।
ছয় ম্যাচে ৪ জয় ও একটি করে ড্র ও পরাজয়ে ১৩ পয়েন্ট সাইফের। পাঁচ ম্যাচে ১ জয় আর ৪ হারে মোহামেডানের পয়েন্ট মাত্র ৩।