মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৪:৩০ এএম

ওয়েলিংটন টেস্ট টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টির বাগড়ায় পড়েছে। যে কারণে শনিবারও নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। টসও হয়নি সময় মতো।

শুক্রবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। সারাদিন জুড়েই ছিল বৃষ্টি। যা অব্যহত ছিল রাতেও। শনিবার সকালেও ওয়েলিংটনে একই চিত্র। ঢেকে রাখা হয়েছে উইকেট। বাংলাদেশ সময় ভোর চারটায় টেস্টটির দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল।

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে তাই ১-০ তে পিছিয়ে টাইগাররা। তাই ওয়েলিংটন টেস্ট টাইগারদের জন্য এক অর্থে সিরিজে ফেরার লড়াই।

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিং ছিল আশা জাগানিয়া। শতকের দেখা পান সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান তামিম ইকবালও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত