করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত ২৭ মার্চ বাফুফের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালন করতে পারবে বলে সিদ্ধান্ত হয়। বাফুফের এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ৩০ এপ্রিল। এর আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। বাফুফে ২০ এপ্রিল নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে দিতে হয়েছে।
তবে বাফুফের এই সিদ্ধান্তে ফিফার অনুমোদন প্রয়োজন ছিল। তাই ফিফা বরাবর আবেদন করে বাফুফে। ফিফা যার অনুমোদন দিয়েছে।
ফিফা প্রেরিত পত্রে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই বাফুফে নির্বাচন আয়োজনের।