নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। করোনার সংক্রমণ কমায় দীর্ঘদিন পর নৌকাবাইচকে ঘিরে চিত্রা নদীর চার কিলোমিটার জুড়ে দুপাড়ে মানুষের ঢল নামে। বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে গতকাল শনিবার দুপুর ৩ টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে নৌকাবাইচের আয়োজন করা হয়। শেখ রাসেল সেতু চত্বরে ‘বিশ্ব পর্যটন দিবস এসএম সুলতান নৌকাবাইচ’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংসদ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।
নৌকাবাইচ শেখ রাসেল সেতু থেকে শুরু হয়ে প্রায় চার কিলোমিটার দূরে চিত্রশিল্পী এসএম সুলতান সেতুর কাছে গিয়ে শেষ হয়। নড়াইল, খুলনা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মোট ১৪টি নৌকা ২টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়।