বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সিংহ কোলে রাস্তা দিয়ে হাঁটা নারীর ভিডিও ভাইরাল!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৬:৩৬ পিএম

কুকুর কিংবা বিড়াল কোলে রাস্তা দিয়ে অনেকেকেই হেঁটে যেতে দেখা যায়। এবার রীতিমতো সিংহকে জাপটে ধরে কোলে করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে দেখতে পাওয়া গেল।

সম্প্রতি সামজিক যোগাযোগমাধ্যম টুইটারে সিংহকে জাপটে ধরে কোলে করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক নারীর ভিডিও বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে দেখা যায়, দুই হাতে একটি সিংহকে জাপটে ধরে রাস্তা দিয়ে হন হন করে হাঁটছেন এক হিজাব পরিহীতা এক নারী। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল সিংহটি। মাঝে মধ্যে গোঁ গোঁ শব্দ করে গর্জন করছিল। দেখে মনে হচ্ছিল যেন ছাড়া পেলেই ওই নারীর ওপর ঝাঁপিয়ে পড়বে।

কিন্তু ভিডিওতে দেখা যায় ওই নারীও নাছোড়। সিংহটি যতই ছাড়া পেতে চেষ্টা করতে, ওই নারীও ততই জাপটে ধরে সামলে নিচ্ছে পশুটিকে।

জানা যায়, টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটি কুয়েতের সাভাইয়া এলাকার। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, খাঁচা ভেঙে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল সিংহটি। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিংহটি ওই নারীর পোষ্য বলে দাবি করা হয়েছে।

খবরে বলা হয়, খাঁচা ভেঙে সিংহটি লোকালয়ে ঢুকে পড়লে স্থানীয়রা ওই নারীকে খবর দেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই পোষ্য সিংহটিকে ধরে আনতে ছোটেন ওই নারী। পরে লোকালয় থেকে সিংহটিকে ধরে প্রায় বোগলদাবা করে নিয়ে আসছিলেন তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত