বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সিসিইউতে ‘ইত্যাদি’র সেই অভিনেতা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৯ পিএম

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি হয়েছেন অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)-তে রয়েছেন বলে জানান ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দেশ রূপান্তরকে তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে আব্দুল আজিজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন। এখন তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘন্টা পার হলে এরপর বর্তমান অবস্থা সম্পর্কে জানা যাবে।

গেল কয়েক দশক ধরে আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা হয়ে দর্শকের মনে দাগ কেটেছেন। এর বাইরে তিনি একজন নির্মাতা এবং লেখকও।

দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা মেলে তার। তবে অনেক বছর ধরেই নাটক-সিনেমায় অনিয়মিত তিনি। আব্দুল আজিজ অভিনীত সর্বশেষ সিনেমা অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ মুক্তির অপেক্ষায় আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত