জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) জন্মদিন আজ। ১৯৮০ সালের ২১ মে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি।
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তরুণদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা রাদওয়ান মুজিব।
তিন ভাই-বোনের মধ্যে সবার বড় রাদওয়ান। লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতক এবং একই প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর করেন তিনি। তার ছোট বোন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।
রাদওয়ান মুজিব সিদ্দিক সিআরআইয়ের ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন। এ ছাড়া এর অঙ্গপ্রতিষ্ঠান 'ইয়ং বাংলা'র মাধ্যমে তিনি তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন। সিআরআইয়ের মাধ্যমে অনলাইনভিত্তিক প্রচারেও ব্যাপক ভূমিকা রেখে চলেছেন ববি। সমাজমাধ্যমে সরকারবরোধী যেকোনো অপপ্রচারের তথ্যভিত্তিক জবাব দেন তিনি।