মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

খুলনায় ভোটারদের দীর্ঘ লাইন

আপডেট : ১২ জুন ২০২৩, ১২:৩০ পিএম

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে সকালে থেকে ভোটাদের উপস্থিতি লক্ষণীয় ছিল।

সোমবার ( ১২ জুন) সকাল ৮টা থেকে ৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই কেন্দ্রে এসে পৌঁছেছেন অনেক ভোটার। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারের সংখ্যা।

বেলা সাড়ে ১১টায় সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য।

সেখানে কথা হয় মুদি দোকানি করিম খানের সাথে। তিনি এবার প্রথম ভোট দিতে এসেছেন। তার চাওয়া যারা বিজয়ী হবে তারা যেন খুলনায় কর্মসংস্থানের ব্যবস্থা করেন।

নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ভোটার লতিফা বেগম বলেন, সারাদিন অনেক কাজ থাকে। তাই সকালেই ভোট দিতে এসেছি। এই কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৯৪ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ১ হাজার ৭০৩ জন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিলয় মল্লিক জানান, কেন্দ্রে ভোট পড়েছে ৫ দশমিক ৫১ শতাংশ।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে, জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকও ভোটের লড়াইয়ে রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত