সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইভিএমে ভোট দিতে পেরে খুশি সত্তরোর্ধ্ব সাবিনা

আপডেট : ১২ জুন ২০২৩, ১২:৫৮ পিএম

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি)। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে নগরের ৩১টি ওয়ার্ডে এই ভোটগ্রহণ শুরু হয়। জীবনের প্রথম ভোট ইভিএমে দিতে পেরে খুশি ভোটাররা।

খুলনা সিটি করপোরেশনের একটি কেন্দ্র পাইও‌নিয়ার মাধ্যমিক বা‌লিকা বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন ৭০ বছর বয়সী সা‌বিনা ইয়াস‌মিন

ইভিএম ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে এই প্রবীণ জানান, তিনি ইভিএমে ভোট দিতে পেরে খুশি। ভোট দিতে তার কোনো সমস্যা হয়নি। তবে অনেকেই ভোট দিতে পারছেন না বলে জানান তিনি।

কথা হয় নগরীর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে লুৎফুন্নেসা নামক এক সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার সঙ্গে। তিনি জানান, চোখে ঝাপসা দেখায় প্রতিক চিনতে কষ্ট হয়েছে, এজন্য ভোট দিতে দেরি হয়েছে।

সকালে ভোটার উপস্থিতি লক্ষ্যণীয় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কমতে থাকে। বেরা ১১টার দিকে আলিয়া মাদরাসা কেন্দ্রে গিয়ে জানা যায়, প্রথম তিন ঘণ্টায় সেখানে ১৫ শতাংশ ভোট পড়েছে। ভোট দি‌তে ধীর গ‌তি লক্ষ্য করা যায়।

ত‌বে প্রিজাইডিং কর্মকর্তারা বলে‌ছেন, বয়স্ক‌দের একটু দে‌রি হ‌লেও অন্যদের সমস্যা হ‌চ্ছে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত