মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এসএসসি

মেয়েরা এগিয়ে

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৪:০৯ পিএম

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে জিপিএ-৫ ও পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মেয়ে ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন ও ছেলে ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন।

এর মধ্যে মেয়েরা পাস করেছেন ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন এবং ছেলেরা ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৮৭ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। তাদের মধ্যে মেয়ে ৯৮ হাজার ৬১৪ জন এবং ছেলে ৮৪ হাজার ৯৬৪ জন।

উল্লেখ্য, গত বছরও এসএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে ছিলেন মেয়েরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত