৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের নতুন কমিটিতে টানা চতুর্থবারের মতো সভাপতি পদে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল হাদী এবং প্রথম নারী সাধারণ সম্পাদক হলেন মোসা. আকতারুন্নেসা।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৩ এর পূর্ব নির্ধারিত মিটিং থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আগের পদে বহাল আছেন এ কে হিরো (কোষাধক্ষ) ও আহসান হাবীব জিতু (দপ্তর সম্পাদক)। তবে উপদেষ্টা পরিষদেরও কোন পরিবর্তন হয় নাই।
নতুন ২০১ সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যরা হলেন-
সভাপতি : আব্দুল্লাহ আল হাদী–ফ্যামিলি প্লানিং, সাধারণ সম্পাদক : মোসা. আকতারুন্নেসা–প্রশাসন।
উপদেষ্টা পরিষদের সদস্য : কাজী সাইফুদ্দিন অভি-খাদ্য, এফ এম ফয়সাল সুমন-পুলিশ, আনিস উদ্দিন বাহাদুর মিঠু–পুলিশ, সাইফুল ইসলাম মিলন–পুলিশ, আহসান খান রবিন–পুলিশ, সামসুজ্জামান বাবু–পুলিশ, ইফতেখার আলম ভুঁইয়া–কাস্টমস।
এছাড়া বাকিরা বিভিন্ন পদে দায়িত্ব পান।