বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাজেন্দ্র কলেজে ২ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

সুপেয় পানির ব্যবস্থা করা ও খাবারের ক্যানটিন স্থাপনের দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েক শিক্ষার্থী। একই দাবিতে এক শিক্ষার্থী প্রতীকী অনশন পালন করছেন।

আজ বুধবার সকালে কলেজের শিক্ষার্থী সারেউর রহমান প্রতীকী অনশন শুরু করেন। তার সঙ্গে কলেজের আরও কয়েকজন অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে রাজেন্দ্র কলেজে সুপেয় পানি এবং খাবার জন্য ক্যানটিনের ব্যবস্থ্য নেই। এতে শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে।

শিক্ষার্থী সারেউর জানান, কলেজ ক্যাম্পাসে ক্যানটিন নির্মাণ ও সুপেয় পানির জন্য আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে নেমেছি। বুধবার সকাল থেকেই শহরের রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখায় অনশন করে শিক্ষার্থীরা।

অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, এখানে কোনো ক্যানটিন না থাকায় শিক্ষার্থীদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। বাইরে থেকে যেসব খাবার খাওয়া হয় সেগুলো মানসম্মত না হওয়ায় অনেক শিক্ষার্থী পেটের পীড়াসহ নানান শারীরিক জটিলতায় ভোগেন। এসব বিষয়ে বিভিন্ন সময়ে কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো সুফল পাওয়া যায়নি। যে কারণে বাধ্য হয়েই তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দুইদিনের ধর্মঘটের পর কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলবেন তারা। সেখানে সমস্যার সমাধান মিললে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন। তা নাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় সময় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা যায়।

এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা জানান, সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত খাবারের জন্য একটি ক্যানটিন নির্মাণের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। তরে সুপেয় পানির বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, ক্যানটিন নির্মাণের জন্য যে বরাদ্দ প্রয়োজন, সেটা ব্যয়বহুল হওয়ায় একটু দেরি হবে। তবে বরাদ্দ পেলেই ক্যানটিন নির্মাণ শুরু হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত