সম্প্রতি বিজ্ঞানীরা আরও বলেছেন যে, গাছ কাঁদে আর তাদের কান্নার শব্দ অনেকটা মানুষের আঙুল ফোটানোর মতো শোনায়। মানুষের আঙুলের সংযোগস্থলে সাইনোভিয়াল ফ্লুইড (জয়েন্ট ফ্লুইড) থাকে। যাদের নাইট্রোজেন বুদ্বুদ আকারে অবস্থান করে। আঙুল ফোটালে এ বুদ্বুদ ফেটে যায় এবং এক ধরনের শব্দ হয়। গাছেরও একটি ‘ভাস্কুলার সিস্টেম’ রয়েছে যেখানে ‘কন্ডাক্টিং’ টিস্যুগুলোর একটি জটিল নেটওয়ার্ক রয়েছে। এই ভাস্কুলার সিস্টেম গাছের পুরো অঙ্গকে আন্তঃসংযুক্ত করে। গাছের পুরো শরীরে পানি, খনিজ পদার্থ, পুষ্টি পরিবহনের পদ্ধতি হলো ভাস্কুলার সিস্টেম। বিজ্ঞানীরা বলছেন এসব পরিবহনের সময় গাছগুলো সারাক্ষণ শব্দ করে। কিন্তু যখন তাদের আক্রমণ করা হয়, তখন তারা অস্থির হয়ে পড়ে এবং এটি তাদের ভাস্কুলার সিস্টেমকে প্রভাবিত করে। যার ফলে নিয়মিত উৎপাদিত শব্দ তৈরির ছন্দে ব্যাঘাত ঘটে। বিজ্ঞানীরা একে বলে ‘গাছের কান্না’।
বিস্তারিত পড়ুন: গাছের জীবন মানবজীবনের মতো!