সুরের জগতে যিনি অমর তিনি লতা মঙ্গেশকর। যুগ যুগ পেরিয়ে দর্শ মনে আজও তার গান সতেজ। তার কণ্ঠস্বরে মুগ্ধ ছিলেন সবাই। যে কোনও বয়সের অভিনেত্রীর কণ্ঠে সুর দিতে পারতেন এই সুরসম্রাজ্ঞী। বয়স যার কণ্ঠের কাছে ছিল একটা সংখ্যা মাত্র। তবে তিনি বিয়ে করেননি। নেই কোনও উত্তরসুরীও।
ফলে তার মৃত্যুর পরই অনেকের মনে প্রশ্ন জেগেছিল লতা মঙ্গেশকরের রেখে যাওয়া সম্পত্তির বর্তমান মালিক কে বা কারা হবেন? যদিও লতা মঙ্গেশকর নিজেই সবটা ঠিক করে দিয়ে গিয়েছিলেন।
মোট ২০০ কোটির সম্পত্তি ছিল তার। লতা মঙ্গেশকরের আইনজীবীর কথা অনুযায়ী, তার সব সম্পত্তি তার ট্রাস্টে চলে যাবে। তার বাবার নামেই তিনি একটি ট্রাস্ট চালাতেন।
সব সম্পত্তি সেখানেই চলে যাবে বলে প্রাথমিক সূত্রে খবর। আবার কখনও শোনা গিয়েছিল, এই সম্পত্তি নাকি পেতে চলেছেন তার ভাই বোনেদের মধ্যে কেউ। কিন্তু কে পাচ্ছেন, সময়ই সেই উত্তর দেবে।
যদিও ট্রাস্টের টাকায় এখনই কারও কোনও অধিকার নেই। সেই টাকা সংরক্ষিত রয়েছে সেখানের জন্যই। পরবর্তীতে কী হবে, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রয়াত গায়িকার আইনজীবী।
যদিও তার গাড়ি বা অন্যান্য জিনিস এখন তার পরিবারের সকলে মিলেই ব্যবহার করে থাকেন। কিছু জিনিস যত্নে তুলেও রাখা আছে। যা ব্যবহার করতেন লতাজি।
পরবর্তীতে যদি কেউ তা নিয়ে কোনও মিউডিয়াম কিংবা সংরক্ষণশালা করেন, সেখানে সেই সব জিনিস দেওয়া হবে বলেই জানা গেছে পরিবার সূত্রে।