আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলে যুক্ত হতে যাচ্ছেন কাইরন পোলার্ড- এমন খবর জানা গিয়েছিল আগেই। এবার নিশ্চিত হলো তা। বাটলার-সল্টদের দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন উইন্ডিজের সাবেক এই তারকা অলরাউন্ডার। তাতে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে পোলার্ডের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) রোববার এক বিবৃতিতে এই নিয়োগের কথা জানিয়েছে।
৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার উইন্ডিজের হয়ে খেলেছেন ১০১টি টি-টোয়েন্টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সেই সংখ্যা ছয়শর বেশি ১৩৫ এর বেশি স্ট্রাইক রেটে করেছেন দেড় হাজারের বেশি রান। বোলিংয়ে শিকার ৪২ উইকেট। ২০১২ সালে শ্রীলঙ্কায় জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২২ সালের এপ্রিলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পোলার্ড। এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে কাজ করবেন তিনি। আইপিএলে নিজের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি এখন ব্যাটিং কোচ, আসন্ন আসরেও নতুন এই ভূমিকায় কাজ করবেন। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ক্যারিবিয়ান বিভিন্ন দ্বীপের কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়ার জন্য নেওয়া হয়েছে পোলার্ডকে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আসরে শিরোপা ধরে রাখতে পোলার্ডের অভিজ্ঞতার ওপরই তাই নির্ভর করছে ইসিবি।