মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

২০ হাজার টাকা চাঁদা দাবি ছাত্রলীগের, দুই হাজারে রফা

  • ঢাবি এলাকায় কাভার্ডভ্যান আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ছাত্রলীগের বিরুদ্ধে
  • পরে দরকষাকষি করে ২ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যান ছেড়ে দেয় হল ছাত্রলীগের নেতাকর্মীরা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় কাভার্ডভ্যান আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ছাত্রলীগের বিরুদ্ধে। প্রথমে ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে টাকা দিতে অস্বীকার করেন কাভার্ডভ্যান চালক। পরে দরকষাকষি করে ২ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় তারা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হলের সামনে এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে হল প্রশাসনের হস্তক্ষেপে কাভার্ডভ্যান ছেড়ে দেয় হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

হল সুত্রে জানা যায়, রাত ১২টার দিকে ৫-৭ জন ছাত্রলীগ নেতাকর্মী কাভার্ডভ্যান আটকিয়ে চালকের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। পরে চালক মালিকের সঙ্গে যোগাযোগ করেল মালিক বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমকে বিষয়টি জানান। পরে দুই ঘন্টা পর হল প্রাধ্যক্ষ এবং হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেয় ছাত্রলীগ নেতারা।

কাভার্ডভ্যান চালক লালু দেশ রূপান্তরকে বলেন, বিনাকারণে গাড়ি আটকিয়ে ছাত্রলীগের নাম বলে ৫-৭ জন ছাত্র এসে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানাই। পরে বিষয়টি মালিককে জানালে মালিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। রাত ২টার দিকে তারা ১৫ হাজার, ১০ হাজার, ৫ হাজার টাকা দাবি করলেও আমার কাছে টাকা নেই বলে জানাই। পরে ২ হাজার টাকা একজনের হাতে দিয়ে আমার মুক্তি মিলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আমরা জানার পর হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করলে তারা ২ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।

হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আমি জানার পর হলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম দিনারের মাধ্যমে বিষয়টি সমাধান করে দিই।

এ বিষয়ে দিনার দেশ রূপান্তরকে বলেন, হলের বারে আঘাত করলে হলের কিছু জুনিয়র গাড়িটা আটকে রাখে। পরে সোহাগ ভাইয়ের ফোন পেয়ে আমি এসে বিষয়টির সমাধান করে দিই। টাকা নিয়ে থাকলে সেটা প্রশাসনের হাতে যাবে।

এ বিষয়ে জানতে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক সৈয়দকে ফোন দিলেও রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত