বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পলাশকে নিয়ে আমি একটা বই লিখে ফেলতে পারবো: অমি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৯ এএম

জিয়াউল হক পলাশকে নিয়ে রীতিমতো একটা বই লিখে ফেলতে পারবেন নির্মাতা কাজল আরেফিন অমি। ৩ ফেব্রুয়ারি পলাশের জন্মদিনে এমনই আবেগময় একটি পোস্ট দিয়েছেন এই নির্মাতা।

প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অমি বলেন, ওকে নিয়ে আমি একটা বই লিখে ফেলতে পারব। বই না লিখলেও আমাদের গল্প বলব আপনাদের কোনও একসময়। আজকে এইটুকু বলি,ওর মধ্যে কৃতজ্ঞতা বোধ এতটাই তীব্র যে ওর বাকিসব দোষ ঢাকা পড়ে যাবে। আর যেই মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে সে নিঃসন্দেহে ভালো মানুষ। আমি আমার সব অ্যাসিস্ট্যান্টদের ওর উদাহরণ দেই। 

তিনি বলেন, ও বুম ফিল্মস এর একটা উদাহরণ। যারা ভাবছেন ও অনেক বড় হয়ে গেছে,অনেক কিছু করে ফেলেছে তাদের ধারণা পুরোপুরি ঠিক নয়,ওর সুসময় আসছে সামনে। ও যে কোথায় যাবে তা আমি নিজেও বুঝতে পারছি না,আমাদের যাত্রা তো মাত্র শুরু।

পলাশ অমির অহঙ্কার। এমনটাই জানিয়ে অমি বলেন, আমি চাই আমি মারা গেলে কিছু মানুষ যাতে আমাকে স্মরণ করে,আমার কাজকে স্মরণ করে। আমার বিশ্বাস পলাশ আমাকে সবসময় স্মরণ করবে। আমি মারা গেলেও,আমার অনুপস্থিতেও করবে। ওর জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আমার অহঙ্কার আমাদের পলাশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত