বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ছবিটি কোথায় তোলা হয়েছে?

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

কুয়াশাঘেরা উঁচু একটি পাহাড়ের সামনে দুই হাত পকেটে নিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন একজন তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিটি দেখে মনে হবে এটি দার্জিলিং কিংবা কাশ্মীরের কোনো এলাকার। আসলেই কী তাই? 

সম্প্রতি 'কেন যে মানুষ দার্জিলিং, কাশ্মীরে ছুটে যায়! অথচ 'ঘর হতে শুধু দুই পা ফেলিয়া' এমন দৃশ্য দেখা সম্ভব'— লিখে ফেসবুকে মাহবুবুল আলম কবির নামের একজন গণমাধ্যমকর্মী এই ছবিটি পোস্ট দিয়েছেন। তিনি অবশ্য তারপরেই স্থানটির নাম উল্লেখ করে দিয়েছেন। 

কবির লিখেছেন, 'ঢাকার অদূরেই, গাজীপুরের কড্ডা এলাকা। এখানে গিয়ে ইচ্ছেমতো দাপাদাপি করলেও কেউ বাধা দেবে না। কারণ এটা সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়!'

এরপর তিনি লিখেন, 'ছবিটি কিন্তু আমার তোলা না। বাংলা মায়ের এক দামাল ছেলে দম বন্ধ করা অ্যাডভেঞ্চারে গিয়ে এই ছবি তুলেছেন।'

সেখানে আমিন আল রশীদ কমেন্ট করেছেন, 'কী অসাধারণ। এটাকে পর্যটনকেন্দ্র ঘোষণা করা দরকার।' মোজাম্মেল প্রধান লিখেছেন, 'সত্যি বিস্ময়কর ব্যাপার।' মো. নাজিম লিখেছেন, 'দারুণ ডেলিভারি।' আবুল হোসেন সরকার লিখেছেন, 'উপযুক্ত ভ্রমণপিপাসু না হলে এই জিলিং নগরের কাছে যাবে না।'

আশরাফুল আলম পিন্টু লিখেছেন, 'খাড়াইয়া রইছে কেডা?' আজমির হোসেন লিখেছেন, 'ব্যাপক গন্ধ হওয়ার কথা। দাঁড়ানো কি সম্ভব? তবে ছবিটা দারুণ।' সাবব্বির আহমেদ লিখেছেন, ' গাজীপুরবাসী গর্বিত হাতের কাছে দার্জিলিং পেয়ে।' মাহবুব আলম লিখেছেন, 'কড্ডায় কাঞ্চনজংঘা।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত