আপনি যদি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হন, তবে জেভিয়ার নামে একজন মিমস্টারের পোস্ট করা মজার মিম নিশ্চয়ই দেখেছেন। এই ভারতীয় গোঁফওয়ালা লোকটি ফেসবুক, টুইটার, রেডডিট –এ প্রায় দেড় যুগ ধরে সকলকে হাসিয়ে যাচ্ছেন! কিন্তু প্রশ্ন হলো, ‘জেভিয়ার’ আসলে কে?
বিখ্যাত এই ফেসবুক মিম পেজটি মূলত টুইটারে শেয়ার করা বিভিন্ন তথ্যের প্যারোডি হিসেবে তৈরি। তবে জেভিয়ারের ফেসবুক প্রোফাইল ছবিটি আসলে ‘পাকালু পাপিতো’ নামের একজন ব্যক্তির ছবি। পাকালু ভারতীয় বংশোদ্ভূত। দীর্ঘ দিন মিনেসোটার মিনিয়াপোলিসে ছিলেন, আর ভারতে ফিরে আসেননি।
মুলত পাকালু পাপিতো হলো একটি "নভেলটি টুইটার অ্যাকাউন্ট," যা ২০১৩ সালের জুলাই মাসে চালু হয়। তার প্রথম টুইটটি ছিল, "হ্যালো টুইটার, আমি সিঙ্গেল।" ২০১৫ সালে তিনি ভাইরাল হন তার ব্যতিক্রমী রসবোধের কারণে। সেই সময় তার প্রথম টুইটটি ১৭,০০০ বার রিটুইট হয় এবং ৬,০০০ লাইক পায়। অল্প সময়ের মধ্যেই তার টুইটার অ্যাকাউন্ট ৭ লক্ষেরও বেশি ফলোয়ার অর্জন করে। ২০১৩ সালের সেপ্টেম্বরে পাকালু পাপিতোর নামে একটি ফেসবুক পেজও খোলা হয়, যা তার টুইটারের পোস্টগুলো শেয়ার করত। মাত্র দুই বছরের মধ্যেই পেজটি প্রায় ৪.৭৮ লক্ষ লাইক পায়।
কিন্তু ২০১৮ সালে তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় এবং ফেসবুক প্রোফাইলটিও মুছে ফেলা হয়। কেন এই দুটি প্রোফাইল হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তার নির্দিষ্ট কারণ এখনও অজানা। পাকালু পাপিতোর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে, একই নামের একটি অনুকরণকারী অ্যাকাউন্ট অনলাইনে জনপ্রিয়তা পায়। কিন্তু এটি আসল ব্যক্তিরই চালিত কিনা, তা নিয়ে অনুরাগীদের মধ্যে সংশয় রয়ে গেছে।
“জেভিয়ার” নামটি মিম সংস্কৃতির নতুন প্রজন্মের মধ্যে পাকালু পাপিতোর মতোই পরিচিত হয়ে উঠেছে। যদিও তার সৃষ্টির মূল কারিগর কে, সেটি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি, কিন্তু তার রসবোধ অনলাইনে আজও দেখা যায়।