মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম

দৈনিক আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করায় তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। মিরপুর বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিনের অনিয়ম-দুর্নীতি নিয়ে আজকালের খবরে সংবাদ প্রকাশের পর মামলাটি করা হয়েছে।

গত বছরের ৩ সেপ্টেম্বর আজকালের খবরে ‘মিরপুর বিআরটিএ’র হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিন শত কোটি টাকার মালিক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ৩ ডিসেম্বর এই সংবাদের প্রতিবাদও ছাপা হয়। তারপরও খান মোহাম্মদ রুহুল আমিন ঢাকা মহানগর নিম্ন আদালতে একটি মানহানি মামলা (৩০৩/২৪) করেন। এ ছাড়া প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে বনানী থানা পুলিশ নোটিশ দিয়ে সাইফুল ইসলাম, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার ও প্রকাশক গোলাম মোস্তফাকে থানায় ডেকে নেয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), রিপোর্টার্স এগেইনস্ট করাপসন (র‌্যাক) ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। গত বুধবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন- সাইফুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা মামলা দায়ের করে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই মামলার মাধ্যমে  স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার এমন হয়রানিমূলক মামলা, অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টামাত্র।

বুধবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামও এক বিবৃতিতে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া বৃহস্পতিবার রিপোর্টার্স এগেইনস্ট করাপসনের (র‌্যাক) সভাপতি জেমসন মাহবুব ও সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ মামলার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন।

সাইফুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক, রিপোর্টার্স এগেইনস্ট করাপসনের (র‌্যাক) নির্বাহী সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত