মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

গণতন্ত্রের জন্য বেগম জিয়া আজও লড়াই করছেন : আব্বাস

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:০১ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যে গণতন্ত্রের জন্য আজ লড়াই করছি, সেটি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। পরে সেটি লালিত হয়েছে খালেদা জিয়ার হাতে। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, এখন পর্যন্ত করে যাচ্ছেন এবং তিনি তিলে তিলে ভুগছেন।’

গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটন লেডিজ ক্লাবে যুবদল আয়োজিত ইফতার মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন। ইফতার মাহফিলের শুরুতে সদ্য কারামুক্ত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আন্দোলনে ‘শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার’ নেতাকর্মীর পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়। সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদীন ফারুক, বরকতউল্লা বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত