ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবতীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসী সিদ্দিকী ।
ওই শিক্ষিকা গত ১৯ ফেব্রুয়ারি জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, ফেনী জেলা প্রশাসক, সোনাপুর উচ্চবিদ্যালের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পত্রের অনুলিপি পাঠিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌসী সিদ্দিকী সোনাপুর হাইস্কুলের একজন এমপিওভুক্ত শিক্ষক। বিধি মোতাবেক তিনি তার প্রাপ্র্য সুবিধাদি গ্রহণ করছেন। তিনি অসুস্থ্যজনিত কারণে পূর্বের প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নেন। বিতর্কিত হেড মাস্টার উত্তম কুমার চক্রবতী সোনাপুর স্কুলে যোগ দিয়ে পূর্বের হেড মাস্টার থেকে নেওয়া ছুটি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, সমস্যা সমাধান করতে হলে আমার কথা শুনতে হবে। আমি এখন এই স্কুলের হেডম্যান। আমি যা বলবো তা হবে। এরপর আরও দু’তিনবার তিনি ইঙ্গিতপূর্ণ অসভ্য, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন। এবং তার কথায় রাজি হতে চাপ দিতে থাকেন।
এমতবস্থায় আমি রাগ, ক্ষোভ ও অপমানে স্কুল চলাকালীন আবস্থায় ব্রেইন স্ট্রোক করি। আমার সহকর্মীরা আমাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। অথচ স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি কেউ আমায় দেখতে হাসপাতালে যায়নি। আমি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আমার বাবা, মায়ের কাছে চলে যাই।