শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মোনালিসার সঙ্গে ইমরান

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার খ্যাতি পেইন্টিংটির নিজস্ব উৎকর্ষতা ও অন্যান্য ঘটনার মিলিত একটি ফল। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, মোনালিসার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০৮ মিলিয়ন ডলারেরও বেশি। মোনালিসাকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পেইন্টিং হিসাবে বিবেচনা করা হয়।

দর্শকরা যখন পেইন্টিংটি কাছ থেকে দেখে, তখন তারা একজন সাধারণ নারীর প্রতিকৃতি দেখে বিস্মিত হয়। তার হাসি এবং দৃষ্টি সম্পর্কে রহস্য লুকিয়ে আছে। পেইন্টিংটি সৃষ্টির প্রায় ৫০০ বছরেও বেশি হয়ে গেছে। এর ভ্রু এবং চোখের পাপড়ি বিবর্ণ হয়ে গেলেও মোনালিসার খ্যাতি সময়ের সঙ্গে বেড়েই চলেছে।

এই পেইন্টিং দেখে নিজের অনুভূতি প্রকাশ করলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সম্প্রতি ফ্রান্স গিয়েছেন এই গায়ক। দেশটির প্যারিস শহরে রক্ষিত চিত্রকর্ম দেখে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। একইসঙ্গে চিত্রকর্মের সঙ্গে কয়েকটি ছবিও তুলেছেন তিনি।  

ছবিগুলো পোস্ট করে ফেসবুকে লিখেছেন, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই বিশ্ব বিখ্যাত “মোনালিসা” ছোটবেলা থেকে যার প্রিন্টেড ভার্সন দেখে বড় হয়েছি , এবার প্যারিস শহরের লুব মিউজিয়াম এসে অরিজিনাল পেইন্টিংটি দেখার সুযোগ হলো । 

মোনালিসার বিশ্বব্যাপী আকর্ষণের আরেকটি অন্যতম জনপ্রিয় কারণ হল হাসি। লিওনার্দো দৃষ্টিকোণ এবং ছায়ার কাজের মাধ্যমে এমন একটি অনন্য হাসি তৈরি করেন, যা একধরনের অপটিকাল ইলিউশন তৈরি করে। দর্শক যখনই মোনালিসার চোখের দিকে তাকায়, মুখ হাসির মতো দেখায়। 

কিন্তু যখন দর্শকের দৃষ্টি হাসির উপর স্থির হয়, এটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। যেন এটি কখনই হাসি ছিল না। আবার হাসির বিভিন্ন ব্যাখ্যাও আছে, কেউ কেউ মনে করে যে, এটি একটি সুখী হাসি। আবার অনেকে বিশ্বাস করে এটি একটি দুঃখের হাসি৷
 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত