শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে আজ রবিবার (৫ মে) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুকের ভেরিফায়েড পেজে জানানো হয়। তবে সেই পোস্টের কয়েক ঘণ্টা পরেই শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি জানিয়ে বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওই পেজে আরেকটি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টে জানানো হয়েছে, ‘শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’
এর আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয় বলেছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’ যা ভুল করে পোস্ট হয়েছিল বলে জানাল শিক্ষা মন্ত্রণালয়।