একাধিক মামলায় গ্রেপ্তার মিল্টন সমাদ্দারের 'চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার' এর আশ্রিতদের দায়িত্ব নিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের অনুরোধে এই আশ্রিতদের দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মো. নাসির উদ্দিন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, 'চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার'-এ আশ্রিতদের জন্য খাবার নিয়ে যায় তার ফাউন্ডেশন। বিষয়টি জেনে ডিবি প্রধান হারুন অর রশীদ আমাদের ওই কেয়ারে আশ্রিতদের দায়িত্ব নিতে অনুরোধ করেন। তার অনুরোধেই আমরা দায়িত্ব নিয়েছি।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, মিরপুর ও সাভারের দুটি আশ্রমের মোট ১৫৭ রোগী, ৫৫ জন কর্মচারী রয়েছে। তাদের সবার জন্য খাবার ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে সেখানে একজন ডাক্তারও নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওল্ড অ্যান্ড এজ কেয়ার নামে আশ্রম পরিচালনার আড়ালে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম দুর্ণীতির অভিযোগের ভিত্তিতে গত ১মে রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে সাভার ও মিরপুরের দুই আশ্রমের বাসিন্দাদের খাদ্য সংকট দেখা দেয়। এরপর তাদের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব শামসুল আলম ফাউন্ডেশন নামে চট্টগ্রামের এই সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
আলহাজ্ব শামসুল আলম ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কম্পানি থেকে রেজিস্ট্রেশন পায় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরণের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।