মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ঘুষের টাকায় জমি কিনে দান পাওয়ার দাবি প্রকৌশলীর!

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৫০ এএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযোগ করা হয়েছে, ঘুষ-দুর্নীতির টাকায় ১ কোটি ২৪ লাখ টাকার জমি কিনে বিভিন্নজনের কাছ থেকে দান হিসেবে পেয়েছেন বলে দাবি করেছেন মজিবুর রহমান। দুদক বলেছে, তাদের অনুসন্ধানে তার এ দুর্নীতির তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার সংস্থাটির উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুদকে। অভিযোগ অনুসন্ধানকালে তিনি ২০২১ সালের ২৪ অক্টোবর সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন। তিনি সম্পদ বিবরণীতে ১০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৯৩৬ টাকা অর্জনের ঘোষণা দেন। দুদকের অনুসন্ধানে তার ১২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৯৩৬ টাকা মূল্যের সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত