সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বুধবার দায়িত্ব নিয়েছেন লরেন্স ওং। ২০ বছরের মধ্যে এই প্রথম নতুন প্রধানমন্ত্রী পেল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। গত দুই দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদে আছেন লি সিয়েন লুং। তারই স্থলাভিষিক্ত হলেন ৫১ বছর বয়সি লরেন্স।
দ্য ইন্ডিপেনডেন্ট সিঙ্গাপুরের খবরে বলা হয়, গত বুধবারের সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সঙ্গে ছিলেন চমকপ্রদ কালো পোশাক পরা স্ত্রী লু জে লুই। যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন দেশটির অনেকেই। তার চেহারা কোরিয়ান এক অভিনেত্রীর মতো লাগছে বলেও মিলিয়েছেন কেউ কেউ। গোটা অনুষ্ঠানে যেখানে নতুন প্রধানমন্ত্রী থাকার কথা আলোচনার শীর্ষে, সেখানে সেই নজর কেড়ে নিয়েছেন তার স্ত্রী।
সিঙ্গাপুরবাসী লুইয়ের সৌন্দর্য ঘিরে নানা বিস্ময় প্রকাশ করেছেন। তারা তাকে ‘সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সবচেয়ে সুন্দর স্ত্রী’ বলে অভিহিত করেছেন। তার পোশাককে ক্লাসিক্যালি গর্জিয়াস বলেছেন অনেকে।