সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাঝ আকাশে যা হয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:০৭ পিএম

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনিতে ৭৩ বছর বয়সি এক ব্রিটিশ ব্যক্তি নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে আসার পথে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭-৩০০ইআর এর ওই বিমানটিতে ঝাঁকুনি সৃষ্টি হলে মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে অবতরণ করে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। 

লন্ডন থেকে অ্যান্ড্রু বিবিসি ৫ লাইভকে বলেন, বিমানের হঠাৎ ঝাঁকুনিতে আমার শরীরে কফি পড়ে যায়। বিমানটি নামার কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভয়ানক থরথর আওয়াজ শোনা যায়।

অ্যান্ড্রু বলেন, যখন বিমানটি স্বাভাবিক হলো তখন দেখলাম, একজন নারী যন্ত্রণায় চিৎকার করছেন এবং তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

জাফরান আজমির নামে এক ছাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিমানটি হঠাৎ করেই কাত হতে শুরু করে এবং সেখানে কাঁপতে থাকে। সুতরাং আমি যা ঘটছে তার সঙ্গে তাল মেলাতে শুরু করলাম এবং হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচে পড়ে গেলাম। অন্যদিকে যারা সিটবেল্ট না পরে বসেছিল তারা বিমানের সিলিংয়ের দিকে উঠে যায়। 

তিনি বলেন, কিছু লোকের মাথা ওপরের ব্যাগেজ কেবিনের সঙ্গে এবং যেখানে লাইট ও মাস্ক থাকে সেখানে গিয়ে ধাক্কা লাগে। 

এদিকে যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তার জন্য ব্যাংকক থেকে আরও একটি দল পাঠানো হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত