সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

জাজিরায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:৩১ পিএম

ভিডিও ধারণ করতে গিয়ে শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজীর সমর্থকের হামলায় ৬ সাংবাদিকসহ ৯ জনের আহতের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে জাজিরা থানায় মামলাটি করেছেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি পলাশ খান।

মামলার আসামিরা হলেন ওহাব ফকির (৪০), বিপ্লব আকন (৩৫), হামজা হাওলাদার (৫৫), বাচ্চু ফকির (৩৭), আবু তালেব (২৬), ফরিদ হোসেন মিলন (২৮), আমজাদ হাওলাদার (৩৫), রহমান হাওলাদার (৫০), বাচ্চু হাওলাদার (৪২), শাকিল হাওলাদার (৩০), মনির হাওলাদার (৪২), তানভির সোহাগ (২৭), রহমান হোসেন হাওলাদার (৪০), সবুজ হাওলাদার (৩৫)। আসামিরা উপজেলার সেনেরচর আফাজ উদ্দিন মুন্সী কান্দি এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২১ মে জাজিরা সেনেরচর ফরাজী দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া কাওমিয়া মাদরাসা ও এতিমখানা কেন্দ্রে ভোটগ্রহণের সংবাদ সংগ্রহ করতে যান একদল সাংবাদিক। তখন মোটরসাইকেল প্রতীকের ইদ্রিস ফরাজীর সমর্থকরা গলায় ব্যাস লাগিয়ে ভোট কেন্দ্রের কক্ষের কাপড় সরিয়ে প্রকাশ্যে ভোটারদের ভোট দিতে বাধ্য করছেন। এমন ঘটনায় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে ইদ্রিস ফরাজীর সমর্থকরা জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পলাশ খান, সহসভাপতি বরকত উল্লাহ, মানজারুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাওন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম রিয়াদের ওপর হামলা চালায়। পরে তাদের আহত অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

মামলার বাদী আহত জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পলাশ খান বলেন, সংবাদ সংগ্রহের জন্য আমরা কেন্দ্রটিতে গেলে দেখতে পাই মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর কর্মী সমর্থকরা গলায় ব্যাস পরে ভোট কেন্দ্রের কক্ষের কাপড় সরিয়ে প্রকাশ্যে ভোটরদের ভোট দিতে বাধ্য করছেন। এ সময় আমরা ভিডিও ধারণ করতে গেলে ইদ্রিস ফরাজীর সমর্থকরা প্রথমে আমাদের জামা টেনে ছিঁড়ে ফেলেন। পরে ভিন্ন ভিন্ন যায়গায় নিয়ে মারধর করেন। তাই আমি বাদী হয়ে মামলাটি করেছি। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নির্বাচনের দিন কেন্দ্রটিতে সাংবাদিক সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় কিছু সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা করে এবং মারধর করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২১ মে শরীয়তপুরের জজিরা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী (মোটরসাইকেল প্রতিক) ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম রতন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ১৫৪ ভোট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত