বরগুনার আমতলীতে সিএনজি চালিত অটোরিকশা, মাহেন্দ্র, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন পরিবহন চলাচলে বাধা দেওয়া ও চাঁদা চাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সংগঠনের কার্যালয় নতুন বাজার বটতলা অফিসে সংবাদ সম্মেলনের পর বিক্ষোভ মিছিল করে বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন ও বরগুনা জেলা মিশুক বেবি ট্রাক্সিকার, সিএনজিচালিত অটোরিকসা মালিক সমিতি, মিশুক ট্রাক্সিকার ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম খোকন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সরকারি সব নিয়ম বিধি অনুযায়ী সংগঠনগুলো চলে আসছে। কিন্তু সম্প্রতি কিছু চাঁদাবাজ সন্ত্রাসী মালিক ও শ্রমিকদের কাছে অবৈধভাবে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করায় মালিক শ্রমিক ও সংগঠনের সদস্যদের গাড়ি চলাচলে বাধা দিচ্ছে।