ফরচুন সুজ লিমিটেডে কারখানার বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়া ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকেরা যখন তাদের পাওনা মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিল। তখন মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন থেকে সরিয়ে দিতে আনসার দিয়ে হামলা চালায়। এর একপর্যায়ে শ্রমিকদের ওপর গুলি চালিয়ে চারজনকে গুলিবিদ্ধ করা হয়। ফরচুন সুজে শ্রমিক নিপীড়নের সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দিতে হবে। তা না হলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বরিশালের ছাত্র সমাজও আওয়াজ তুলবে।