বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ইউপি সদস্যের বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার

আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:০৯ এএম

ফেনীর ছাগলনাইয়ায় এক ইউপি সদস্যের খামার বাড়ী থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর এলাকার ইউপি সদস্য ওবায়দুর রহমানের বাগান বাড়ি থেকে চিনিগুলো আটক করা হয়।

জানা যায়, শুক্রবার (২৪ মে) রাতে জেলা এনএসআই কার্যালয়ের দেয়া এক গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পশ্চিম দেবপুর ওবায়দুল মেম্বারের খামার বাড়ি যৌথ অভিযান পরিচালনা করেন এনএসআই ও ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ দল।

রাতভর অভিযান শেষে সকালে ওই বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

ফেনী জেলা এনএসআই সূত্র এসব চিনি চোরাকারবারির সঙ্গে মহামায়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান জড়িত থাকতে পারেন বলে জানিয়েছেন।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম ১৯৮ বস্তায় ১০ হাজার কেজি চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত