এবার বাজেটের সর্বোচ্চ বরাদ্দ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান । তিনি বলেন,আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল 'আমার গ্রাম, আমার শহর।' এবার ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত যে বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে, সে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দেওয়া হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে রায়পুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ছৈয়দ নুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ডা.নাসির উদ্দিন মাহমুদ।
বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, আওয়ামী লীগ নেতা ফরিদুল কবির, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইয়াছিন হিরো,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল,সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন বাবলু,নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না,নারী ভাইস চেয়ারম্যান চুমকি চৌধুরী প্রমুখ।
এর আগে অর্থ প্রতিমন্ত্রী রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্যার ঘাট এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন।